আহত অবস্থায়ই খেলছেন নরাইল এক্সপ্রেস মাফরাফি। বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লা্টুনের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতিমধ্যে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টস ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্লাটুনদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। গেল ম্যাচে গুরুতর আহত হন তিনি। ফলে হাতে ১৪টি সেলাই নিতে হয় তাকে। গুরুতর এ চোট নিয়েও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন ম্যাশ। শেষ পর্যন্ত হাতে ব্যান্ডেজ নিয়েই টস করলেন তিনি। এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে রাইলি রুশোর ক্যাচ নিতে গিয়ে হাতের তালুতে মারাত্মক চোট পান মাশরাফি। ফলশ্রুতিতে রক্তাক্ত হাত নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ওই খেলায় খুলনার বিপক্ষে হেরে যায় ঢাকা। সেই খবর পাওয়ার পর আরো দুঃসংবাদ ধেয়ে আসে রাজধানীর দলটির দিকে। হাত দেখাতে হাসপাতালে ছুটে যান মাশরাফি। সেখানে ১৪টি সেলাই করতে হয় নড়াইল এক্সপ্রেসকে। এ অবস্থায়ই তিনি খেলছেন।