মেয়র সাঈদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে চিঠি পেলেন। বলা যায় পদোন্নতি পেলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের হাতে সদস্যপদের চিঠি তুলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের হাত থেকে এই চিঠি গ্রহণ করেন সাঈদ খোকন।দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের পর খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মূল্যায়ন করা হলো।