শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের নামে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের হাতে নবীনদের নির্যাতন বন্ধে কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন। শিক্ষার্থীদের জীবন-সম্মান রক্ষায় র্যাগিং বন্ধে নীতিমালা প্রণয়নে বিবাদিদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রীট আবেদনকারী পরে সাংবাদিকদের বলেন, আদালত তিন মাসের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাই সাধারণত সিনিয়রদের দ্বারা র্যাগিংয়ের শিকার হয়ে আসছেন। শুধু বিশ্ববিদ্যালয় না, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং কালচার আছে। এর ফলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত (ট্রমাটাইজড) হচ্ছেন বলে জানান তিনি।