রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছে দাঁত ভাঙ্গা মজনু। সে একজন সিরিয়াল র্যাপিস্ট’। তার ভাঙ্গা দাঁতের তথ্য সূত্র ধরেই র্যাব গোয়েন্দারা কাজ শুরু করে। রাজধানীতে সে একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। গাজীপুরের টঙ্গির একটি এলাকা থেকে মজনুকে গ্রেফতার করা সম্ভব হয়। আজ বুধবার দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মজনুর গ্রামের বাড়ি নোয়াখালির হাতিয়ায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, এর আগেও ওই একই এলাকায় সুযোগ বুঝে অনেক নারীকে সে ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু স্বীকার করেছে সে একজন সিরিয়াল রেপিস্ট। ঘটনার দিন সন্ধ্যায় মজনু অসুস্থতার কারণে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যায়। সেখান থেকে যাওয়ার সময় সে রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে দেখে তাকে ধর্ষণ করার জন্য টার্গেট করে। জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায়। সে পেশায় একজন হকার এবং চুরি-ছিনতাইয়ের সাথেও জড়িত।