বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকারের ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ১৬ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এ উপলক্ষে চলছে নানা প্রস্তুতি। এ কর্মসূচিসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার হাতে নেওয়া সব কর্মসূচি সমন্বয় করবে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষ উৎযাপনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কমিটি গঠিত হয়েছে এবং জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত হয়েছে জাতীয় বাস্তবায়ন কমিটি। এসব কমিটির বৈঠকে চুলচেরা বিশ্লেষণ শেষে সব কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। মুজিববর্ষ সফল করতে জাতীয় বাস্তবায়ন কমিটির গঠিত ৮টি উপ-কমিটি কাজ করছে।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হবে জাতীয় প্যারেড স্কয়ারে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন বিদেশি মেহমানরা। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ পদার্পণের মুহূর্তে এ অনুষ্ঠান হবে। ওই দিন  থেকে শুরু হবে জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠান। চলবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ এসব কর্মসূচি বাস্তবয়নে সব ধরণের সহায়তা দেবে।

সূত্রমতে, ওই দিন দেশের সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে অনুষ্ঠান আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া ২০২০ সালের ১৫ আগস্ট জাতীয় পর্যায়ে ও  দেশব্যাপী জাতীয় শোকদিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা করবে তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিভিন্ন জেলা-উপজেলায় অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা বিষয়েও নির্দেশনা  দেবে তারা।

আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এ অনুষ্ঠান আয়োজনে জাতীয় বাস্তবায়ন কমিটিকে সব ধরণের সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলা ও ইংরেজিতে জন্মশতবার্ষিকীর স্মারকগ্রন্থ প্রকাশে জাতীয় বাস্তবায়ন কমিটিকেও সহায়তা  দেবে তারা। এছাড়াও বঙ্গবন্ধু গৃহীত পদক্ষেপ, প্রণীত আইন, বিধিমালা বিষয়ে সংকলন প্রকাশ করা হবে। প্রসঙ্গত, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ রেহানাসহ ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। আর বাস্তবায়ন কমিটির সদস্য সংখ্যা ৬১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com