৫৫ বছরে পা রাখলেন সালমান খান
জাগরণী ডেস্ক;বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতা ভাইজান খ্যাত নায়ক সালমান খানের জন্মদিন আজ। তার পুরো নাম আবদুর রশিদ সেলিম সালমান খান। নায়কের পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও। তবে ভক্তরা ভালোবেসে তাকে সাল্লু ভাই, বলিউড ভাইজান এবং বলিউড সুলতান বলেও ডাকে। ১৯৬৫ সালের আজকের এ দিনে ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন সাল্লু ভাই। চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র তিনি।৫৫ বছর বয়সী এ অভিনেতা কর্মজীবন শুরু করেন ১৯৮৮ সালে। ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হয়েছে সালমানের। এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। পর্দায় সফল এ অভিনেতা বাস্তব জীবনে বিতর্কের…
Read More