প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনকার ছেলেমেয়েরা আমাদের সময়ের চেয়ে অনেক বেশি মেধাবী। প্রযুক্তিগত শিক্ষায় তাদের আগ্রহ বেড়েছে। আজ মঙ্গলবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। তিনি আরো বলেন, আমরা ছেলেমেয়েদের আধুনিক ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষা দিতে চাই, তারা যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড লাইন চালু করছি। কম্পিউটার শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। যেন তারা দ্রুত প্রযুক্তি শিখে নিতে পারে। প্রধানমন্ত্রী বলেন, আমরা কোন সেশনজট রাখবো না। বিনোদনের মধ্য দিয়ে শিশুদের শিক্ষা দেয়ার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, শিশুদের শুধু পড় পড় বললে তাদের পড়তে ইচ্ছা করে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটি ফলপ্রসু হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া একটি জাতি সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। তাই শিক্ষা সম্প্রসারণের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। স্কুল ও কলেজ সরকারি করে দিচ্ছি। শিক্ষার্থীদের যেন নদী-নালা, খাল-বিল পার হতে না হয়, সেটি বিবেচনায় রেখে স্কুল করে দিচ্ছি। তিনি বলেন, শিক্ষা বিস্তারে আমরা বিনামূল্যে বই দিচ্ছি। শিক্ষকদের বেতন বাড়িয়ে দিয়েছি। উচ্চশিক্ষাসহ সর্বস্তরে বৃত্তি দেয়া হচ্ছে। স্কুলে টিফিনের ব্যবস্থা করেছি। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এ জন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।