নাটোরের বড়াইগ্রামে দশদিন আগে নিখোঁজ এক কৃষকের লাশ একটি বিল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর পাবনাপাড়া খেসারীর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাত্তার মোল্লার (৬৫) বাড়ি উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া গ্রামে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫ ডিসেম্বর বিকালে স্থানীয় বাজারে চা খেতে গিয়ে নিখোঁজ হন কৃষক সাত্তার মোল্লা। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনদিন পর কৃষকের ছেলে আমির মোল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শাকিল হোসেন নামের এক কিশোর ভবানীপুর পাবনাপাড়া খেসারীর বিলে হাঁস খুজতে গিয়ে সাত্তারের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ধান কাটা জমিতে কাদা পানির ভেতর থেকে লাশটি উদ্ধার করে বলে জানান তৌহিদুল। তিনি বলেন, মৃতদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে থেকে লাশটি সেখানে পড়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।