ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা বিঘ্নিত হচ্ছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত কোনো প্লেন ওঠানামা করতে পারেনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে প্লেন ওঠানামা কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে প্রায় ছয় ঘণ্টা প্লেন ওঠানামা করতে না পারায় সবক’টি ফ্লাইট ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হচ্ছে। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দু’টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে না পারায় চট্টগ্রামে গিয়ে অবতরণ করেছে। অন্যদিকে কলকাতায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশায় প্লেন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।