আইপিএলে প্যাট কামিন্সকে রেকর্ড ১৫.৫ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে কামিন্সের অংশগ্রহণকে ইতিবাচকভাবেই দেখছেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। ল্যাঙ্গারের এমন মনে করার অবশ্য কারণও আছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। পরের বছর ভারতের মাটিতে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডেতে ৫বার বিশ্বকাপ জিতলেও সংক্ষিপ্ত এই ফরম্যাটে এখনও শিরোপা না জেতার আক্ষেপ আছে অজিদের। তাই জাস্টিন ল্যাঙ্গার মনে করছেন কামিন্সের এই অভিজ্ঞতা কাজে দেবে অস্ট্রেলিয়ার, সামনেই দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। তাই মনে হচ্ছে এই চক্রে এটা আমাদের জন্য মহামূল্যবান হবে। কারণ অনেক দিন ধরেই টি-টোয়েন্টিকে প্রাধান দেওয়ার ব্যাপারে কথা হয়ে আসছে। জাতীয় দলের বাইরে আইপিএলে খেলা মানে টানা খেলার ধকল। এই বাড়তি ধকল সামলাতে অনেককেই হিমশিম খেতে হয়। এই যেমন ব্যস্ত বছর কাটানোর পর মিচেল স্টার্ক আইপিএলে নাম লেখাননি। তিনি পরিবারকে সময় দেওয়াকেই শ্রেয় মনে করছেন। আবার প্যাট কামিন্সের মতো হাই প্রোফাইল পেসারের আইপিএলে নাম লেখানো নিয়ে অনেক কথা উঠলেও ল্যাঙ্গার এতে সন্তুষ্ট। তিনি মনে করেন ভারতের মাটিতে খেলার ফলে তাদের বোলিং আক্রমণের অন্যতম পেসারের দক্ষতা আরও সমৃদ্ধ হবে, এখন এটা ওদের সিদ্ধান্ত, এরফলে ওরা ১২ মাসই খেলবে। আপনাকে স্বপ্ল মেয়াদে আর দীর্ঘমেয়াদে বিষয়গুলো ভাবতে হবে। আইপিএলে খেলা নিয়ে আপনি কারো ওপর নাখোশ হতে পারেন না। বড় করে দেখলে এখানে ওরা ১২ থেকে ১৪টি টি-টোয়েন্টি খেলবে। আবার এখানেই আমরা দুই বছরের মধ্যে বিশ্বকাপ খেলবো। ফলে এটা তাদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে। আশা করছি এটা সবার জন্যই ভালো হবে।