শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে নদী ও খালের দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৭ Time View

দ্বিতীয় দিনের মতো লক্ষ্মীপুরে রহমতখালীর দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। অভিযানের শুরুতে প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ড। সকালে আবারো জকসিন বাজার এলাকার রহমতখালীর দু-পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়ে সারাদিন মাদাম এলাকা পর্যন্ত চলবে এ অভিযান। আর অভিযানের নেতৃত্বে দিচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসব নদী বা খালের দু-পাড়ে গড়ে উঠেছে কয়েকশ স্থাপনা ও বহুতল ভবন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন, সদর, রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খাল,ডাকাতিয়া ও ভূলুয়া নদীসহ প্রায় অর্ধশতাধিক খালের দু-পাড়ে গড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অনুযায়ী একটি তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com