মেহেরপুরের গাংনীতে আফরোজা খাতুন (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার মহিষাখোলা গ্রামের চাঁদ আলীর পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। আফরোজা খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে ও পীরতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন আলীর স্ত্রী। স্থানীয়রা জানান,আফরোজা খাতুনের স্বামী মালয়েশিয়া থাকার কারণে সে তার বাবার বাড়ি মহিষাখোলাতে বসবাস করছিলেন। সোমবার দিবাগত সন্ধ্যা রাতে আফরোজা তার বাবার বাড়ি থেকে একই পাড়ায় এক ভাইয়ের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। রাতে ফিরে না আসায় তার বাবার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে পায়নি। স্থানীয় কৃষকরা মঙ্গলবার সকালে মহিষাখোলা গ্রামের চাঁদ আলীর পুকুর পাড়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, আফরোজা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার শরীরে আঘাতে দাগ রয়েছে। স্থানীয় সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে নেয়া হয়েছে। হত্যার রহস্য উৎঘটনে কাজ চলছে।