নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে সরকারি কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইস্যুতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউকেএআইডির অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের বাস্তবায়নাধীন ডিজনিটি এণ্ড লিডারশীপ ডেভেলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রজেক্টের অংশ হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।
বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অগ্রগতি উপস্থাপন করেন সংস্থা কর্মসূচি সমন্বয়কারী মো. আতাউর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর-রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আদিবাসী নেতা ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপংকর লাকড়া, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও আদিবাসী নেতাসহ ৩০জন অংশগ্রহণ করেন।