গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ভোলাহাট উপজেলা প্রশাসনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম কম্বল নিয়ে পথে ঘাটে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন। সোমবার রাতে তিনি উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মনিমুল হককে সাথে নিয়ে উপজেলার মেডিকেলমোড়ের ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। প্রায় ২০জনকে এভাবেই কম্বল জড়িয়ে দেন ঠান্ডার কবল থেকে বাঁচার জন্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম রুহুল আমিন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, আলীগ নেতা আফরাজুল হক বাবুসহ অন্যরা। পরে পোল্লাডাংগা হাফিয়া মাদ্রাসার ৫০জনকে ৫০টি কম্বল, ইমামনগর হাফিজিয়া মাদ্রাসায় ৫০টি পুরাতন বাসস্ট্যান্ডে ৫টি পাগলকে ৫টি ও রামেস্বর হাই স্কুল মাঠের পাশে বাইতুল মাদ্রাসায় ৩০টি কম্বল প্রদান করেন।