পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার সকালে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সুলতানা হোসেন সভা কক্ষে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক ইত্তেফাকের উদ্যোগে এবং ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভাণ্ডারিয়া শাখার সভাপতি বাবুল চন্দ্র দাসের সহযাগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান,জেপির উপজেলা যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন।