জেলার সদর উপজেলার দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারটায় নগরীর পানি উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজের সামনে কম্বল বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোসারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন প্রমুখ।