নদী-খাল দখলমুক্ত করতে ফেনীতে উচ্ছেদ অভিযান চলছে। সোমবার সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন কুমাড়িয়া খালের দুপাশে প্রায় ৩৯ টি স্থাপনার মধ্যে ১৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আজো একই এলাকায় দ্বিতীয় দিনের মতো ২০ টি স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন কতৃপক্ষ।এর আগে জেলার নদী ও খাল সংলগ্ন এলাকার অবৈধ দখলদারদের তালিকা করে স্থাপনাগুলো সরিয়ে নিতে নোটিশ প্রদাণ ও মাইকিং করে জেলা প্রশাসন।
ফেনীর পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়ম অনুযায়ী খাল থেকে ১২ ফুট দূরে স্থাপনা নির্মানের নিয়ম থাকলেও এসব না মানায় ভবন গুলো উচ্ছেদ করা হচ্ছে।আবার অনেকে লিজ নেয়ার নামে ভুয়া কাগজ দেখিয়ে দখল করে রেখেছেন খালগুলো। জেলায় ৬ টি নদী সহ প্রায় ৩শর অধিক খাল রয়েছে।কিন্তু দীর্ঘদিন এসব খাল ও নদী সংলগ্ন স্থানে পৈত্রিক সম্পত্তির মতো বিভিন ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বাড়ি-ঘর নির্মাণ করেছে অনেকে।এসব স্থাপনা ভাড়া দিয়ে নিয়মিত টাকাও উত্তোলন করে আসছিলো প্রভাবশালী মহল।ফলে বর্ষা মৌসুমে পানি বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। যে কারণে দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। স্থানীয়রা এ অভিযান চলমান রাখতে দাবী করেন। উচ্ছেদ অভিযানের নর্বিাহী ম্যাজিষ্ট্রেট মো: রাশেদুজ্জমান জানান, নদী-খাল দখলমুক্ত করতে এ অভিযান পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে চলবে।