বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণে তাপস-সেলিম, উত্তরে আতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৮ Time View

দিনভর আলোচনা শেষে আওয়ামী লীগ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেখ ফজলে নূর তাপস এমপি। এই রানে সাঈদ খোকন পিছিয়ে পড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। শেষ পর্যন্ত  ফজলে নূর তাপসকেই এবার ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ পরশ ফজলে নূর তাপস এমপির বড় ভাই। এছাড়া গত বুধবার হাজী মোহাম্মদ সেলিমও দক্ষিণে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র কিনেছেন বলে জানা যায়। উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামই থাকছেন। আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

গত বুধবার দুপুর ৩টার দিকে  মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গতকাল দুপুর ৩টার দিকে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সংসদ সদস্য  শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মোরশেদ কামালসহ ডিএসসিসির অন্তত ১০ কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএসসিসিতে নির্বাচনে মেয়র পদে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায়  মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি আশ্বস্ত করছি দুই সিটি নির্বাচন ফ্রি ও  ফেয়ার হবে। তিনি বলেছেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বার্ষিক সাধারণসভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com