মাত্র ৫ দিনের ব্যবধানে মুন্সীগঞ্জে গজারিয়ায় ফের ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার মধ্য রাতে বাউশিয়া ইউনিয়নে চর বাউশিয়া বড়কান্দি গ্রামে নুর ইসলাম মিয়ার ভবনে এই ডাকাতি সংগঠিত হয়। জানা যায়, সোমবার মধ্য রাতে ৫-৭ জন মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত বিল্ডিংয়ে ছাঁদ দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটে নেয় ৭ ভরি স্বর্ণলংকার, নগদ ২০ হাজার টাকা ও ২ টি স্মার্ট ফোন।
এর আগে গত বুধবার গভীর রাতে টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রামের জিএম মোস্তফার ভবনে একই কায়দায় ডাকাতি সংগঠিত হয়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১০-১২ জনের ডাকাতদল ২০ ভরি স্বর্ণলংকার, নগদ প্রায় ২ লাখ টাকা ও ৫টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।এছাড়াও ওই রাতে উপজেলার বালুয়কান্দি গ্রামে নজরুল ইসলামের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়। মুখোশ পরিহিত ১০-১২ জনের ডাকাত দল তাদের ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতেও প্রবেশ করে। অস্ত্র, ছুরি, রামদা, কিরিচ হাতে নিয়ে ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে দুই ভরি স্বর্ণ©, নগদ দুই হাজার টাকা ও স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
এসব ঘটনার থানায় মামলা হলেও অদ্যাবধি ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করা যায়নি। মাত্র ৫দিনের ব্যবধানে গজারিয়ায় তিনটি ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ হারুন অর-রশিদ বলেন, রাত্রিকালীন পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। তারপরও এলাকায় তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় ২টি অভিযোগ হয়েছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।