পিরোজপুরে প্রায় দেড় কোটি টাকারভারতীয় কাপড় সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কঁচা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান। এরা হলো- বড়গুনা জেলার পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকরা নাজেম গোলদারের ছেলে জামাল গোলদার (৫০), বরিশাল জেলার চরমোনাই এলাকার ইন্তেজ আলী হাওলদারের ছেলে সেলিম হাওলাদার (৫৬), একই এলাকার কালাম খলিফার ছেলে সুরুজ খলিফা (২৫) ও ভোলা জেলার লালমোহন উপজেলার পরাজগঞ্জ এলাকার খোকন মিস্ত্রীর ছেলে জুয়েল মিস্ত্রী। পুলিশ সুপার বলেন, নদী পথে চোরাচালন ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ কঁচা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে চারজনকে জনকে আটক করে। এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে বিভিন্ন সাইজের ৬০ বান্ডিল ভারতীয় তৈরি বিভিন্ন রকমের শাড়ি, থ্রি-পিস ও চাদর উদ্ধার করা হয়; যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। ট্রলারটিও জব্দ করা হয়েছে চোরাকারবারীরা ভারতীয় তৈরি পোশাক চোরাই পথে এনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।