চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় এক আইনজীবীর গাড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কুঞ্জছায়া আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বায়োজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার জানান। নিহত তাসমিয়া আক্তার (৩) নুরনবী সওদাগর বাড়ি এলাকার ফজলুল হক সাগরের মেয়ে। ঘটনায় সময় গাড়িটি চালাচ্ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমদ। ওসি প্রিটন সরকার বলেন, শিশুটি রাস্তার পাশে খেলছিল। সে হঠাৎ দৌড় দিয়ে রাস্তার মাঝে চলে যায় এবং গাড়ি চাপা পড়ে। ফেরদৌস আহমদকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে জানিয়ে ওসি বলেন, নিহত শিশুর পরিবার মামলা করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী ফেরদৌস (৬৯) থাকেন নগরীর রহমতগঞ্জ এলাকায়। বায়েজিদ এলাকায় তিনি নিজের প্লট দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। বায়েজিদ বোস্তামি থানার এসআই কাজী রিপন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মরদেহের সুরতহাল করা হয়েছে।