যৌন নিপীড়নের অভিযোগে এক কিশোরের দায়ের করা মামলায় মোহাম্মদপুরের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, গত মঙ্গলবার রাতে শহীদ পাক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল হাদিকে (৩২) তারা গ্রেফতার করেন। শ্যামলীর একটি মাদ্রাসার ছাত্র ১৪ বছর বয়সী এক কিশোর গত মঙ্গলবার ওই ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে রাতে হাদিকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, ওই কিশোরের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে সে মায়ের চিকিৎসার খরচ চালানোর চেষ্টা করছে। মাদ্রাসা থেকেও সে এ বিষয়ে সহযোগিতা পেয়েছে। মাদ্রাসার এক শিক্ষকের মাধ্যমে ওই কিশোর সাহায্যের আশায় সোমবার দুপুরে শহীদ পাক জামে মসজিদের ইমামের কাছে যায়। ওইদিন জোহরের নামাজের পরে নামাজে আসা লোকজন তাকে কিছু সাহায্য করে। ইমাম হাদি আরো সাহায্য করার কথা বলে গত মঙ্গলবার ভোরে ওই কিশোরকে যেতে বলে। ফজরের নামাজের পর ওই কিশোরকে ইমাম তার রুমে নিয়ে যায়। পরে শরীর মালিশ করার নামে জোর করে সে যৌন নির্যাতন চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।